নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে চায়না নামের এক নারী শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।শনিবার দূপর ১ টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লার দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের চাকায় পৃষ্ট হয়ে চায়না বেগমের(৩০)ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত চায়না বেগম রংপুর জেলার কাউনিয়া এলাকার লাবলু মিয়ার স্ত্রী সে মেঘনা ঝাউচর এলাকার মমতাজ মেম্বারের ভাড়াটিয়া।চায়না বেগম মেঘনা গ্রুপের একটি মশলা তৈরীর কারখানায় কাজ করতেন।
পথচারীদের সহায়তায় লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে প্রেরণ করেন কাচঁপুর হাইওয়ে থানার টিআই জাহাঙ্গির আলম।পরবর্তিতে ঘাতক বাসটি যাত্রীদের সহযোগিতায় আটক করার পর কাচঁপুর হাইওয়ে থানার এসআই মন্তোসের কাছে গাড়ীর নাম্বার জানতে ফোন করলে মোটা অংকের টাকার বিনিময়ে গাড়ী ছেড়ে দিতে সমস্যা হবে বিধায় তিনি গাড়ীর নাম্বার বলতে রাজি হয়নি।