ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রূপগঞ্জে পূজা মিষ্টান্ন ভান্ডারসহ ৭ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ২৯ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মমতাজ বেগম জানান, উপজেলার মুড়াপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী হচ্ছে বলে তাদের কাছে খরব ছিল। সোমবার সকালে উপজেলার মুড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ইসলামীয়া মিষ্ঠান্ন ভান্ডারকে ১ লাখ ও পূজা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানের সামনে পণ্যের মূল্য ঝুলিয়ে না রাখায় বাসুরউদ্দিন স্টোর, আল-আমিন স্টোর, রফিক বোরহানী স্টোর, সালেক স্টোর, স্বপন স্টোরকে পৃথকভাবে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।