আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাস্ক না পরায় ১২ হাজার জরিমানা

সংবাদচর্চা অনলাইনঃ

জেলা প্রশাসনের উদ্যোগে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক পরিধান না করায় সংক্রমক রোগ প্রতিরোধ ২০১৮ আইন অনুসারে ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার কোন বিকল্প নেই। গণপরিবহন, বাজার, দোকানপাট সর্বত্র মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। পাশা পাশি জনস্বার্থে এই মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহযোগী মো. শাহাদাত হোসেন সহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।