সংবাদচর্চা রিপোর্টঃ
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতা হলো প্রথম সোপান। তা ঠিক রাখতে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। গতকাল মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫জনকে অর্থ্দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কেউ মাস্ক না পরলে ও স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা গুনতে হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ও মো. সাইদুজ্জামান হিমু। মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে এ অর্থদন্ড করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে ৫ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে বিভিন্ন অঙ্কে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।