আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে দুইটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে

মাধবদীতে দুইটি জঙ্গি

মাধবদীতে দুইটি জঙ্গি

সংবাদচর্চা রিপোর্ট:

নরসিংদী জেলার মাধবদী ও শেখের চর এলাকায়  জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটিতে অভিযান শুরু করেছে পুলিশের সোয়াট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয় বলে জানান র‌্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা।

বাড়ি দুটির ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত আছেন- পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার বিকেলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মধ্যরাত থেকে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশের সমন্বিত দল বাড়ি দুটি ঘেরাও করে রাখে।

ওই সময় পর্যন্ত পুলিশের ধারণা, বাড়ি দুটিতে ৫ থেকে ৬ জন জঙ্গির অবস্থান থাকতে পারে। তাদের ধারণা, আস্তানা দুটি জেএমবি বা নব্য জেএমবির হতে পারে।