আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদ্রাসায় হাছিনা গাজী, অপশক্তিকে ধ্বংস করতে হবে

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল অপশক্তিকে ধ্বংস করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা কোনো ধর্ম পালনে বাধা দেয় না। আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর বাংলায় কোনো জঙ্গি সন্ত্রাসীর স্থান হবে না।

তিনি বলেন, শিক্ষা সবার জন্য সমান অধিকার। মাদ্রাসা শিক্ষার্থীরা মাঠে গিয়ে খেলাধুলা করবে, তাতে বাধা দেওয়া যাবে না।

বুধবার ( ১৬ ডিসেম্বর) রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছিনা গাজী এসব কথা বলেন।

মেয়র বলেন, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জে মুক্তিযুদ্ধ করেছে। যারা রাজাকার তারা চায় নাই গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জে ফিরে আসুক । তারা নানা ষড়যন্ত্র করছে।

তারাব পৌরবাসীর উদ্দেশে হাছিনা গাজী বলেন, জরাজিন্ন পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। গত ৫ বছরে কি উন্নয়ন করেছি সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আগামী ১৬ জানুয়ারি তারাব পৌরসভার ভোট। আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন। আমি নির্বাচিত হলে তারাব পৌরসভাকে সিটি করপোরেশন করার চেষ্টা করব। আমি পৌরবাসীর সেবা করেই মরতে চাই। আমি আপনাদের হাতে মাটি চাই।

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মো: মুন্না খাঁনের প্রশংসা করে মেয়র হাছিনা গাজী বলেন, গাজী সাহেব মুন্নাকে বেছে নিয়ে ভালো কাজ করেছে। মুন্না তরুণ । মাদ্রাসার জন্য ভালো কাজ করবে। আমি তার জন্য দোয়া করি। এই মাদ্রাসায় অনেকের অবদান রয়েছে। সবার প্রচেষ্টায় মাদ্রাসাটি আরও এগিয়ে যাবে। আমি একবার মাদ্রাসার অনুষ্ঠানে আসতে পারি নাই। এবার নতুন সভাপতি মুন্না খাঁন নিজে গিয়ে আমাকে দাওয়াত করেছে । মাদ্রাসার অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে।

সভায় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁনের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিক উদ্দিন আহমেদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু নাঈম ভুঁইয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া, দাতা সদস্য রফিকুল ইসলাম পনির খাঁন, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলসহ অনেকে। পরে অতিথিবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।