সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় ২১ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম (৩০) তার মা দেলোয়ারা বেগমকে (৫৫) রড দিয়ে পিটিয়ে ও গলা টিপে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শিংলাবো গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে সাইফুল ইসলাম একজন মাদকাসক্ত। সে প্রায়ই মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে মাদক সেবন করে আসছিল। শনিবার সন্ধ্যায় মাদকের টাকা নিয়ে মা ছেলের মধ্যে বাক্- বিতন্ডা হয়। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে আহত করে ও বাথরুমে আটকিয়ে গলা টিপে দোলোয়ারা বেগমকে হত্যা করা হয়। দেলোয়ারা বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করেছে। দেলোয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।