আজ বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক সমাজের অন্যতম প্রধান ভাইরাস- ওসি আসলাম

নিজস্ব সংবাদদাতা

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেছেন, মাদক সমাজের অন্যতম প্রধান ভাইরাস। মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।কারন সমাজ থেকে মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার (৫ মার্চ)বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পশ্চিম মাসদাইর এলাকায় মানব কল্যাণ সংসদেরআয়োজিত পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ওসি আসলামবলেন, সমাজে মাদকসেবী, কিশোর গ্যাং কিংবা মাদক বিক্রেতা এরা কারা? এরা সকলে আমাদেরইসন্তান। তাই প্রথমে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে সমাজ থেকেএসকল ব্যাধি দূর করা সম্ভব নয়।

এসময় উপস্থিতছিলেন, বাইতুন নূর জামে মসজিদের সাধারন সম্পাদক সাদেক আলী প্রধান, নাসিক ১৩নং ওয়ার্ডকাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদকমো. কাদের প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল চৌধুরি, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউররহমান প্রধান, সহ সভাপতি মো. শাহজাহান মাদবর,  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,ইউপি মেম্বার জাকারিয়া জাকির, রোজিনা আক্তার, সমাজসেবক আবদুল লতিফ প্রধান ও এডভোকেটমাহমুদুল হক আলমগীর।

পরিশেষে মানবকল্যান সংসদ কমিটি ঘোষণা ও পরিচিতি করা হয়। এতে সভাপতি আশরাফ আহমেদ, সিনিয়র সহসভাপতি নিজাম প্রধান, সহ সভপতি মনির প্রধান, আশরাফ রাসেল, মো. আরিফ মোল্লা,সাধারণ সম্পাদক শাহজামাল, যুগ্ম সাধারন সম্পাদক মো. ফরিদ, সহ সাধারন সম্পাদক শেখরফিকুল ইসলাম, খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ সংগঠনিকসম্পাদক মো. ফারুক, দপ্তর সম্পাদক মো. মুরাদ আলী ও মিডিয়া বিষয়ক সম্পাদক করা হয়জামিল হোসেনকে।

এসএমআর/এসএমআর