আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা হারতে জানি না: কাজী মনির

সংবাদচর্চা রিপোর্ট :

৭ নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জে শোভাযাত্রা করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। রোববার ১০ নভেম্বর বিকালে রূপসী বাসস্ট্যান্ড হতে শোভাযাত্রা শুরু হয়ে মুড়াপাড়া ভূমি অফিসের মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, জেলা কৃষক দলের আহবায়ক ডা:শাহীন, যুবদল নেতা কাজী মাছুম,ছাত্রদল নেতা সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে কাজী মনিরুজ্জামান বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি,আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা লড়াই করে জিতবো, আমরা হারতে জানি না। আমরা অশুভ শক্তিকে পরাজিত করে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবো। আগামীতে নির্বাচনে আমরা সরকার গঠন করবো।
এসময় উপস্থিত ছিলেন তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, বিএনপি নেতা রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, জাকির হোসেন রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, মুড়াপাড়া কলেজ ছাত্রদল নেতা আকিব হাসান, যুবদল নেতা আলমগীর হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ