বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে আরো ১ মাদক ব্যবসায়ী।
শনিবার রাতে ও রোববার সকালে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ধৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে ১ শ’ ৭৬ পিছ ইয়াবা ট্যাবলেট, ২১ পুড়িয়া হেরোইন ও ২ শ’ ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩৯ হাজার ১ শ’ ৮০ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত হযরত আলী ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে কাইল্লা শফিক ওরফে রাগা শফিক (৩৬)কে তার নিজবাড়ী উঠান থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাগা শরিফের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা ও অস্ত্র মামলার বিচারধীন রয়েছে।
একই রাতে বন্দর থানার এএসআই টাইগার ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস বন্দর চিতাশাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ শ’ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি নগদ ৩৯ হাজার ১ শ’ ৮০ টাকাসহ দক্ষিন লক্ষনখোলা এলাকার সামাদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী জহিরুল ইসলাম শিপলু (৩০)কে গ্রেপ্তার করে।
শনিবার রাতে বন্দর থানার পিএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস পশ্চিম হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ পুড়িয়া হেরোইনসহ একই এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে আউয়াল (৪৫)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বন্দর থানার এএসআই শহীদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ হাজরাদী খন্দকার বাড়ী সামনে অভিযান চালিয়ে ২ শ’ ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত আফতাব উদ্দিন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী সেকান্দার (৫০)কে গ্রেপ্তার করে।
এদিকে ধামগড় ফাঁড়ী পুলিশ রোববার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার রামনগর আলমগীর মিয়ার মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মনোয়ার হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল (২৫)কে গ্রেপ্তার করে।
এবং তার সহযোগী সোনাচড়া এলাকার মনু মিয়ার ছেলে কবির হোসেন (৩০) কৌশলে পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে যথাযথ নিয়মে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।