আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক পরিবারের বিরুদ্ধে নুরবাগবাসীর ঝাড়ু মিছিল

বন্দর নুরবাগ এলাকায়  মাদক পরিবারগুলোর  বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ১লা আগষ্ট দুপুরে নুরবাগ এলাকায় স্থানীয় এলাকাবাসী যে পরিবার গুলো মাদক ব্যবসা করে এবং তাদের সন্তানদের মাদক সেবনে বাধা দেয় না সেই সকল পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে এ ঝাড়ু মিছিল করে।

নাসিক ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকার শতাধিক নারী-পুরুষ,যুবক-বৃদ্ধা এ সময় বিক্ষোভে ফেটে পড়ে ও তারা একটি মাদক পরিবারের কথা উল্লেখ করে  ঝাড়ু মিছিল বের করে।

এ সময় তারা বলেন,নুরবাগ এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবার মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেরাচ্ছে। সে পরিবারটি হচ্ছে ভূইট্টা আবুল পরিবার। ভূইট্টা আবুলের ছেলে রায়হান একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ী। তাকে শেল্টার দিচ্ছে তার পরিবার। সে একাধিক মাদক মামলার আসামী। নুরবাগ এলাকাটি এই একটি পরিবারের জন্য আতংকিত।