আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে নবনির্বাচিত কাঞ্চন পৌর মেয়রের শুভেচ্ছা বিনিময়

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত কাঞ্চন পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। তিনি গত রাতে রূপসী গাজী ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। গোলাম দস্তগীর গাজী কাঞ্চন পৌর নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত , গত ২৫ জুলাই কাঞ্চন পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম বিপুল ভোটে বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছে। কাঞ্চনে এটাই আওয়ামী লীগের প্রথম জয়।