নিজস্ব প্রতিবেদক:
অবৈধ পার্কিং করার অপরাধে ৩ পরিবহনকে ১ হাজার ৫ শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে চাষাঢ়া মোড়ে জেলা প্রশাসন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন বলেন, অবৈধ পার্কিং করার অপরাধে ৩ পরিবহনকে ১ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বিআরটিএ ইন্সপেক্টর মো. ফারদিন, পেশকার শাহদাৎসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।