সংবাদচর্চা রিপোর্টঃ
মহামারি করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনেই দুগ্ধ ভাতার জন্য নিজেদের খুশিমত লাইনে দাঁড়িয়ে আছেন নারীরা। এতে করে জীবন ঝুঁকির পরিমানের মাত্রাই বেশি।
মঙ্গলবার ৩রা জুন বেলা ১২ টায় সরেজমিনে দেখা যায়, শহরের পুরাতন কোর্ট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে দুগ্ধ ভাতা নিতে এসেছেন একদল নারী। এদের একজনের উপর একজন লাইনে দাঁড়িয়ে খোশগল্প করতে দেখা গেছে। অনেকেরই হাতে নেই গ্লাবস। স্বাস্থ্যবিধি না মেনেই এভাবে লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়ে কারও কোন মাথা ব্যাথা নেই বললেই চলে।
দুগ্ধ ভাতা নিতে আসা এক নারী জানান, আমরাতো ঠিকমতই দাঁড়াইয়া আছি। হিজাব পড়লেতো আর কিছু লাগেনা । গায়ে ঘেঁসে দাড়ানোর কথা বললে তিনি বলেন, কই ঠিকমতই দাঁড়াইয়া আছি ভাই। এর চেয়ে আর দুরত্ব কিভাবে রাখমু।
বাবুরাইলের তামান্না তমা এই প্রতিবেদককে জানান, স্বাস্থ্যবিধি মেনেই দাঁড়িয়ে আছি। কিন্তু অনেকে নিজের ইচ্ছেমত দাঁড়িয়ে আছে। গায়ে ঘেঁসে লাইনে দাঁড়িয়ে ভাতার জন্য অপেক্ষা করছে। এমনটা করলে আমাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশেই আছে।