নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাশেমীর নির্বাচনী ক্যাম্পে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ক্যাম্পে থাকা দুই কর্মীকে মারধর করে ধাওয়া দেয় তারা। এসময় ক্যাম্পে থাকা চেয়ার, টেবিলসহ নির্বাচনী প্রচারণার সরঞ্জামাদী ভাঙচুর করে তালা দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে ফতুল্লার বাংলাবাজার এলাকায় মো. আলী মার্কেটে মনির হোসাইন কাশেমীর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
হামলার সময় কাশেমীর নির্বাচনী ক্যাম্পে থাকা ইমন ও সীমান্ত জানান নামে দুই কর্মী জানান, আমরা ক্যাম্পে বসে ছিলাম। এই সময় এক লোক ক্যাম্পে ঢুকে টেবিলে থাপ্পড় দিয়ে বলে, ওদের ধর। এরপর ১০/১৫ জন মিলে রোলার, বাঁশ, চাপাতি, রামদা নিয়ে আমাদের উপর আক্রমন করে।
ইমনের মাথা তারা টেবিলে ধরে রাখে। তাকে ছুটাতে গেলে তারা আমাদের আক্রমন করে। পরে সেখান থেকে আমরা দৌড়ে পালালে তারা আমাদের ধাওয়া করে। তারা নির্বাচনী ক্যাম্পে ঢুকে সব ভাঙচুর করে তালা মেরে দেয়। যাওয়ার সময় নির্বাচনী ক্যাম্পে থাকা টিভিটি নিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এমন একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে কাশেমীর ঘনিষ্টজনরা