আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এখনো থামেনি বেকা গামেণ্টসে কর্মরত শ্রমিকদের আন্দোলন

বেকা

বেকা

নিজস্ব প্রতিবেদক

এখনো থামেনি আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেডের কর্মরত শ্রমিকদের আন্দোলন। ১২ দফা দাবির পক্ষে আন্দালন করায় গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ বেকা গার্মেন্টসের ৮ জন শ্রমিককে অবৈধভাবে ছাটাই করেছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। প্রতিবাদে আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

এ সময় বেকা গার্মেণ্টসে কর্মরত শ্রমিক জয়নাল জানান, সোমবার আমাদের ৮ জন শ্রমিককে প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ছাটাই করেছে মালিক কৃর্তপক্ষ। আমরা গত ১২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছি। আন্দোলনের মুখে বন্ধ থাকা গার্মেন্টস খুলে দিলেও শ্রমিকদের উপর বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে মালিকপক্ষ। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছি।

তিনি আরও বলেন, ১২দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবনা, এতে আমাদের যা হয় হবে। আমাদের দাবি বাস্তবায়ন করার পক্ষে যা করা প্রয়োজন, আমরা তাই করবো। কিন্তু কথা একটাই আমাদেও দাবি মানতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক ও বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেডের শ্রমিকবৃন্দরা।