# রূপগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
সংবাদচর্চা রিপোর্ট:
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্র” এই শ্লোগানে রূপগঞ্জে ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। রবিবার ২২ জুলাই রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
মেলায় বিভিন্ন রকমের ফলদ ও বনজ বৃক্ষের চারা দেখা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ঘটেছে। বিভিন্ন রকমের প্ল্যাকার্ড বান্যার অলোকসজ্জা করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।এতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ অসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের পরিবেশ আজ হুমকির মুখে।জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক পরিমাণ বৃক্ষ রোপন করতে হবে। বৃক্ষ রোপণের অর্থনৈতিক এবং প্রাকৃতিক গুরুত্ব রয়েছে।
তিনি নারায়ণগঞ্জ প্রসঙ্গে বলেন, শিল্প অঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে গাছ পালার পরিমাণ খুবই কম। রূপগঞ্জের তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আগামী ৫০ বছর পর এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এখন থেকেই আমাদের পরিকল্পিত ভাবে বৃক্ষ রোপণ করতে হবে । প্রয়োজন হলে বাসার ছাদের উপর বৃক্ষ রোপণ করতে হবে।
গোলাম দস্তগীর গাজী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। এ বছর ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ লক্ষ বৃক্ষ রোপণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষির উন্নয়ন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার খ্যাতে ব্যাপক উন্নয়ন করেছে। ১ কোটি কৃষককে ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট খুলে দিয়ে কৃষি ভর্তুকী দিচ্ছে এবং সহজ শর্তে কৃষকরা ঋণ পাচ্ছে। এক সময় বাংলাদেশ বিদেশ থেকে চাউল আমদানি করত এখন আমরা চাউল রপ্তানি করি। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। শেখ হাসিনার মেধা আছে বলেই দেশ আজ দ্রুত গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। মেধার কারণে পৃথিবীর বহু দেশ থেকে ডিগ্রি অর্জন করছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অাসাদুজ্জামান, উপজেলা অাওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন , ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের সদস্য খোদেজা বেগম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী অাক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা অাক্তার রিতা।