আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়েবাড়ির- গল্প মেহেদী উৎসব প্রতিযোগিতা

বিয়েবাড়ির- গল্প

বিয়েবাড়ির- গল্প

 

নিজস্ব প্রতিবেদক:
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানে নতুন এর ছোয়া আর ঈদ মানেই মেহেদীর রঙে হাত রাঙানো।
এই প্রথম বিয়েবাড়ির- গল্প ও নিঝু বিউটি পার্লারের আয়োজনে আগামী ২৮ ও ২৯ রমজান দু’দিন ব্যাপী চাষাড়া বালুর মাঠের পাশে বিয়েবাড়ির- গল্প শো-রুমে এই ঈদ মেহেদী উৎসবের আয়োজন করা হবে।
মেহেদী উৎসব চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। বিয়েবাড়ির- গল্প শো-রুমে সুন্দর ও মনোরম পরিবেশে সুলভ মুল্যে সুন্দর সুন্দর ডিজাইন এর মেহেদীতে রাঙাতে পারবেন আপনার হাত। এখানে আপনারা ফ্রিতে মেহেদী লাগাতে পারবেন।
সেরা প্রতিযোগীদের জন্য যে পুরষ্কার থাকবে, ১ম স্থান অধিকারীর জন্য ৫০০০ টাকার ফ্রি ঈদ শপিং, ২য় স্থান অধিকারীর জন্য ৩০০০ টাকার ফ্রি ঈদ শপিং, ৩য় স্থান অধিকারীর জন্য ৩০০০ টাকার ফ্রি ঈদ শপিং।
রাঙিয়ে তুলুন আপনার হাত, আর ঈদের পূর্বে জিতে নিন ঈদ পোশাক।