আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপাকে বড় গরুর বেপারিরা

সংবাদচর্চা রিপোর্ট

কোরবানির ঈদ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই জমতে শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগরীসহ জেলার স্থায়ী ও অস্থায়ী অসংখ্যা পশুর হাট। গরু-ছাগলের প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও দাম তুলনামূলক চড়া। আর তাই এবার বড় গরুর চাহিদা অনেকটাই কম। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের স্বাস্থ্যবান গরু।

নগরীর বেশ কয়েকটি পশুর হাট সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট-বড়-মাঝারিসহ বিভিন্ন আকারের অসংখ্য গরু উঠেছে এবার। সাধারণ গৃহস্থ ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভিড় করেছে বিভিন্ন জেলা থেকে আসা গরু ব্যবসায়ীরাও। দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতারা গরু বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন। ভারতীয় গরু নয় বরং দেশীয় গরুতেই এবার হাট জমজমাট হয়ে উঠেছে। হাটগুলোতে দেশীয় গরুর পাশাপাশি বেশসংখ্যক ছাগল উঠেছে।

এদিকে, দাম বেশি হলেও পছন্দমতো গরু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা জানান, গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। হাটগুলোতে ক্রেতা সমাগম বেশি থাকায় ইচ্ছেখুশী মতো দাম হাকাচ্ছেন বিক্রেতারা। গরু ব্যবসায়ীরা এ বছর গরুর মূল্য বেশি চেয়ে বসে থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। তবে, বিভিন্ন আকারের গরু থাকায় দামের ওপর কোন প্রভাব পরছে না। ছোট কিংবা মাঝারি সাইজের গরু মানুষ বরাদ্দের মধ্যেই ক্রয় করতে পারছেন।

অন্যদিকে, এবার ভারতীয় গরুর সরবরাহ কম থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতারা। তারা জানান, এ বছর প্রচুর পরিমাণে দেশীয় গরু আমদানি হয়েছে। গরু-লালন পালন করতে খরচ বেশি হওয়াতে এ বছর গরুর দাম একটু বেশি। আর তাই ক্রেতারা ঘোরাফেরা করছে। এ বছর বড় গরুর চাহিদা কম থাকায় অনেক বেপারিরা পরছেন বিপাকে। মূলত দাম একটু বেশি হওয়াতে সবাই ছোট ও মাঝারি সাইজের গরুর দিকেই ঝুকছেন।

গুটি কয়েক হাটে নিয়ম বর্হিভূত বেশি হাসলি আদায়ের অভিযোগ থাকলেও সবমিলিয়ে ভালোই চলছে পশু বেচা-কেনা।