আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য দেশে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে : সোনারগায়ে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের ১’শ টি অঞ্চলে ইন্ডষ্ট্রিয়াল ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য দেশে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনোমিক জোনে অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপ ও প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যকচারিং লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের অনুকুল পরিবেশ সৃষ্টি হওয়ার কারনে দেশে বিদেশী বিনিয়োগ বাড়ছে। এবং ধীরে ধীরে তা আরও বড় পরিসরে বৃদ্ধি পাবে। আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছে যাচ্ছি। খুব শীঘ্রই আমারা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছে যাবো ইনসাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট, অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিষ্টার নিহাদ কবির ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।