নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম গুরুতর অসুস্থ হয়ে ইসলামিক হার্ট সেন্টারে চিকিৎসাধীন আছেন।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় তার শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমান তিনি চিকিৎসাধীন আছেন।
তার পরিবারিক সুত্রে জানা যায়, সকাল থেকে তার বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসার জন্য চাষাড়াস্থ ইসলামিক হার্ট সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অবজারবেশনে রাখেন।
এদিকে আবুল কালাম এর দ্রুত সুস্থতা কামনায় তার ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।