নবকুমার:
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় পাট জাত পণ্যের বিক্রি বৃদ্ধি পেয়েছে। ক্রেতা দর্শনার্থীরাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাট জাত পণ্যের স্টলে।
গতকাল বাণিজ্য মেলায় পাট জাত পণ্যের স্টল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী পাট পণ্যের বেশ কয়েক টি স্টল ঘুরে দেখেন। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান,মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।