আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রীকে সংবর্ধনা দেবে জেলা আ.লীগ


সংবাদচর্চা রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে সংবর্ধনা দেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। আগামী ১৮ থেকে ২৪ জানুয়ারী নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

গতকাল ৮ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া সংবর্ধনা দেয়া হবে নারায়ণঞ্জের সংসদ সদস্যদেও কে। সংবর্ধনার জন্য মন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্যের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেয়া হয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সেলিম ওসমান।
স্বাধীনতার ৪৭ পর এবার নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী দিয়েছে আওয়ামীলীগ সরকার।