আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে শপথ নিলেন এমপি গাজী নারায়ণগঞ্জ বাসীর উচ্ছ্বাস

নবকুমার: বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সোমবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোলাম দস্তগীর গাজী সহ নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। গোলাম দস্তগীর গাজী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর উচ্ছ্বাসে মেতে উঠে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ।

জাতীয় নির্বাচনের পর রূপগঞ্জের ঘরে ঘরে আনন্দের জোয়ার বইছে। নেচে গেয়ে আনন্দ উ’সব করছে। মিষ্টি বিতরণ করছে। আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নবাগত মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে।

স্বাধীনতার ৪৭ বছর পর নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সরকার মন্ত্রী দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামীলীগের নেতা কর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ মন্ত্রীত্বের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ বাসির স্বপ্ন পূরণ করেছেন গোলাম দস্তগীর গাজীর মাধ্যমে।

গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কাজী মনিরুজ্জামান কে ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী স্বতন্ত্র প্রার্থী কে ১ লাখের অধিক ভোটের ব্যবধানে পরাজিত দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান কে ২ লাখের অধিক ভোটের ব্যবধানের পরাজিত করে হ্যাটিক করেছেন।

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র শিল্পের হারানো গৌরব ফিরে আনার জন্য সর্বোচ্চ কাজ করে যাবে। দেশের সম্পদকে বিদেশীদের কাছে তুলে ধারা হবে। কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না । জাতির পিতার স্বপ্ন জন্য শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে কাজ করে যাব।

৪৬ জন সদস্য নিয়ে এবার মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। তাতে ২৪ জন পূণ মন্ত্রী ।১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছে।