আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যা ঝুঁকি বাড়ছে নারায়ণগঞ্জে

সংবাদচর্চা অনলাইনঃ

করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে হটস্পট নারায়ণগঞ্জে এবার বন্যা ঝুঁকি বাড়ছে। এতে জেলাটির মানুষদের ‘সর্তক অবস্থা’ দেখিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সকাল থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পানির বিপদসীমা ৫.৫০ মিটার। গত ১ জুলাই সমতল ছিল ৪.৭৫, ২ জুলাই পানি বেড়ে ৪.৯০ মিটারে দাঁড়িয়েছে। ৩ জুলাই ০.১০ মিটার বেড়ে পানির সমতল হয় ৫.০০ মিটার। ৪ জুলাই সকালে আরও ০.২ মিটার বেড়ে পানির সমতল দাঁড়ায় ৫.০২ মিটারে।

এ অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নারায়ণগঞ্জকে ‘সতর্ক অবস্থা’ দেখিয়েছে সরকারের এই সংস্থাটি।