আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যা ঝুঁকি বাড়ছে নারায়ণগঞ্জে

সংবাদচর্চা অনলাইনঃ

করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে হটস্পট নারায়ণগঞ্জে এবার বন্যা ঝুঁকি বাড়ছে। এতে জেলাটির মানুষদের ‘সর্তক অবস্থা’ দেখিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সকাল থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পানির বিপদসীমা ৫.৫০ মিটার। গত ১ জুলাই সমতল ছিল ৪.৭৫, ২ জুলাই পানি বেড়ে ৪.৯০ মিটারে দাঁড়িয়েছে। ৩ জুলাই ০.১০ মিটার বেড়ে পানির সমতল হয় ৫.০০ মিটার। ৪ জুলাই সকালে আরও ০.২ মিটার বেড়ে পানির সমতল দাঁড়ায় ৫.০২ মিটারে।

এ অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নারায়ণগঞ্জকে ‘সতর্ক অবস্থা’ দেখিয়েছে সরকারের এই সংস্থাটি।