নিজস্ব প্রতিবেদক:
বন্দরে উম্মে হাবিবা ওরফে মুন্নী (২১) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। গত ২৭ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার মদনপুরস্থ শরিফ মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়।
অনেক স্থানে খুজাখোজি করে নিখোঁজ গৃহবধূর কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার স্বামী মাহফুজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১২৬৪ তাং-৩০-৮-২০১৮ইং।
নিখোঁজ গৃহবধূ উম্মে হাবিবা মুন্নী ঢাকা দক্ষিন বাড্ডা এলাকার জসিম উদ্দিন মিয়ার মেয়ে।
জানা গেছে, দেড় বছর পূর্বে ঢাকা দক্ষিন বাড্ডা এলাকার জসিম উদ্দিন মিয়ার মেয়ে মুন্নী সাথে বন্দর থানার মদনপুর এলাকার আবুল কালাম মিয়ার ছেলে মাহফুজুর রহমানের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
এর ধারাবাহিকতায় গত ২৭ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১টায় মুন্নী বেগম তাদের ভাড়াটিয়া বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।