নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১১ এর অভিযানে বন্দর রাজবাড়ি এলাকা থেকে গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জামাদী, মাদক বিক্রির নগদ ১১ হাজার ১’শ২০টাকা তাঁদের ব্যবহৃত ৭ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আসামীরা হলেন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মজিবর রহমান খাঁনের ছেলে মোঃ পলাশ (৩৭),একই এলাকার মৃত কাঞ্চনের ছেলে মোঃ জুয়েল (২৮), মৃত মানিক চন্দ্রের ছেলে শ্রী গোবিন্দ (৪৩), মোসলেম উদ্দীনের ছেলে মোঃ খোকন (২৮), মৃত জাহিদুলের ছেলে মোঃ সুমন (২৮), চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ঠান্ডু (৩৫), বন্দর সরপেরচর এলাকার মৃত আমির মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (১৭ আগষ্ট)বেলা সাড়ে ১২টায় র্যাব-১১ সিপিএসসি’র নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন ১৩০ এইচ. এম. সেন রোড, রাজবাড়ী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিয়ানে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় আসামী মোঃ পলাশ (৩৭), মোঃ জুয়েল (২৮), শ্রী গোবিন্দ (৪৩), মোঃ খোকন (২৮), ঠান্ডু (৩৫), মোঃ সুমন (২৮), মোঃ সোহেল মিয়া (৩৬)।
তারা সকলেই বন্দর থানাধীন রাজবাড়ী এলাকার বাসিন্দা। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জামাদী, মাদক বিক্রির নগদ ১১ হাজার ১’শ ২০ টাকা তাঁদের ব্যবহৃত ৭ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে