নিজস্ব প্রতিবেদক:
বন্দরে ‘গণমাধ্যমে বাঙলা ভাষা ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী এক দিনের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বন্দর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা গনমাধ্যমের ভূমিকা নিয়ে দিন ভর কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।
বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমরসুল মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমদ হালিম মজহার,নারায়ণগঞ্জ মর্গান গার্লস স্কুল এন্ড কলেজের উপাচার্য কবির হোসেন,দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রির্পোটার বিল্লাল হোসেন রবিন,রেডিও নারায়ণগঞ্জ’র ইনচার্জ ইসলাম উদ্দিন,বন্দর থানার পরিদর্শক হারুনুর রশিদ প্রমূখ।
এছাড়া ৩৫জন প্রশিক্ষণপ্রার্থীকে সনদ প্রদান করা হয়।