বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার(২৬ জুলাই) রাত সোয়া ৯টার দিকে বন্দর সোনাকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত. শাহিবুর রহমানের ছেলে মো. আজাদ হোসেন (৪০) এবং একই উপজেলা সোনা বিবি এলাকার মৃত. সুলতান মিয়ার ছেলে আলেকচাঁন (৩৮)। তাদের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধাসহ ২টি মোবাইল সেট জব্দ করেছে।
র্যাব-১১ এর সিপিএসসি স্কোয়ার কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত এলাকায় আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।