মোঃ কবির হোসেন (বন্দর প্রতিনিধি):
গতকাল সকাল ১০ টায় বন্দর শিশু নিকেতনে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সম্পাদক মোঃ রহমতউল্লাহ মিয়া, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য মোঃ কবির হোসেন, সদস্য নজরুল ইসলাম, প্রিন্সিপাল শামীমা আক্তার, ভাইস প্রিন্সিপাল নুসরাত ফারজানা।
শিক্ষক প্রতিনিধি মালা’র সঞ্চালনায় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী পরীক্ষার্থীদের জন্য দেয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ সিরাজ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন নূরী।
বিদ্যালয়ের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু বলেন বন্দর শিশু নিকেতন সমাপনী পরীক্ষায় সর্বদা শতভাগ পাশ ও বৃত্তি লাভ করে আসছে। শিক্ষা গ্রহন করে প্রতিটি পরিক্ষার্থীকে উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও দশের কাজ করতে হবে।
সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা স্বরুপ উপহার প্রদান করা হয়।