আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গমাতার জন্মদিনে মন্ত্রী গাজীর শ্রদ্ধাঞ্জলি

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯ তম জন্ম দিনে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে আন্দোলন সংগ্রাম করতে সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগকে পরিচালনা করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার বিরাট অবদান রয়েছে। পৃথিবীতে বাঙালি জাতি যত দিন থাকবে তত দিন বঙ্গমাতাকে স্মরণ করবে।

উল্লেখ্য ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। বল্যকালে শেখ ফজিলাতুন্নেছা বাবা মা কে হারান।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।