আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্বেচ্ছাসেবক লীগকে কাজ করতে হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শোষণ মুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে স্বেচ্ছাসেবক লীগ কে মাঠে থাকার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার সকালে রূপসী গাজী ভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি কে যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করে যাচ্ছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মাধ্যমে এদেশ উন্নত বিশ্বে চলে যাবে।

মন্ত্রী আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগকে মাঠে থেকে অন্যায় এবং গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের সফলতা জনগণের কাছে তুলে ধরতে হবে। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে। ওরা চায় না বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হোক।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি মাহাবুবুর রহমান মেহের ,তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনসহ অনেকে।