সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন এলাকার ভাতাভোগীদের ভাতা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার ৯ আগস্ট তারাব পৌর সভার মেয়র হাছিনা পৌর ভবনে বয়স্ক প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ তুলে দেন।
ভাতা প্রদানের সময় রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন মানুষ আর না খেয়ে মরবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পর্ণ করেছেন। সকল প্রকার ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণ মুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসিকে আবার নৌকায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার কাউন্সিলর অানোয়ার হোসেন, নজরুল ইসলাম মফিজ, রফিকুল ইসলাম মনির ও রাসেল সিকদার,সচিব তাজুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার বরাব এলাকায় ডে কেয়ার সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।