আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর কন্যা জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করছে : হাছিনা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:  সচল রাখতে দেহ মন, ফিজিওথেরাপী প্রয়োজন এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরুটে বিশ্ব ফিজিওথেরাপী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ আফির উদ্দিন সুপার মার্কেটে হলি কেয়ার ও ধনিয়া মেডিহোপ সেন্টারের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আফির উদ্দিন সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী।তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা বাংলার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ও অপরিহার্য শাখা “ফিজিওথেরাপী”। আমাদের দেশের প্রায় ১০ শতাংশ মানুষ বাত-ব্যথা, কোমর, মেরুদ, ঘাড়-ব্যথাজনিত সমস্যায় ভূগছেন। তাদের মধ্যে ২০ শতাংশের বয়স ৬০বছরের উপরে। এসব রোগীদের অন্যতম চিকিৎসা ফিজিওথেরাপী। কেননা এতে ব্যথা নিরাময়ে ক্ষেত্রে বিশেষায়িত টেকনিক ব্যবহার করা হয়। তিনি আরো বলেন, আমাদের দেশে মাদকের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই মাদক নির্মূলে সরকারের পাশাপাশি জনগণের সহায়তা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিজিওথেরাপী এসোসিয়েশনের সহ সভাপতি ডঃ মাকসুদুল আলম মাকসুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমসহ অনেকে।

সর্বশেষ সংবাদ