আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ঋণ পেল যুবক

সংবাদচর্চা রিপোর্ট: মজিব বর্ষের আহবান, যুব কর্মস্থান’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে রূপগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ( ১ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা , আত্মকর্মী সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই .আম মাসুদ মজুমদার ।

পরে অতিথিবৃন্দ ঋণের চেক ও সনদ বিতরণ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই .আম মাসুদ মজুমদার জানান , ১৮ জনকে ৯ লাখ ৪ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। ৬ জনকে সফল আত্মকর্মীর সনদ প্রদান করা হয়েছে।