আ. শুভ
জরুরী খাবার সামগ্রী পৌছে দেয়ার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছেন জেলা প্রশাসনের ৮ জন নির্বাহী ম্যাজিস্টেট। নারায়ণগঞ্জের বসবাসরত নিম্ন আয়ের মানুষের খাদ্যের অভাব পূরণের জন্য কন্ট্রোলরুম খুলেছে জেলা প্রশাসন। কেউ খাদ্য অভাবে থাকলে সংকোচ না করে ফোন করলেই আপনার বাড়িতে খাবার পেয়ে যাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
তিনি আরও জানিয়েছেন, খাবারের জন্য কন্ট্রোলরুমের নাম্বারে ফোন করলে খাবার নির্বাহী ম্যাজিস্টেটরা সদর উপজেলার বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী খাবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছেন। অন্যান্য উপজেলায় দিচ্ছেন নির্বাহী কর্মকর্তারা।
জেলা প্রশাসক জসিম উদ্দিন নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেছেন, কন্ট্রোল রুমে ফোন দিয়ে আপনার সমস্যা বলে খাদ্য সহায়তা গ্রহণ করুন। ইনশাআল্লাহ ফোন করলে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে আপনার বাড়িতে। জেলা প্রশাসক বলেন, এ মহা দুর্যোগকালে খাদ্য সহায়তা রাষ্ট্রের কাছে আপনার অধিকার। হীনমন্যতায় ভোগার কোন কারণ নেই। প্রয়োজনে রাষ্ট্রের কাছে আপনার অধিকার বুঝে নিন। সংকোচ নয় এটা আপনার অধিকার। কল দিন আপনার সকল সমস্যার কথা বলুন সেই সাথে খাদ্য সহায়তা গ্রহণ করুন। জেলা প্রশাসনের জরুরী নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি জানান।
এসএমআর