আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন

ফুড ফর লাইফ প্রোগ্রাম

ফুড ফর লাইফ প্রোগ্রাম

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন কার্যক্রম শুরু করেছে শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং। সংগঠনটি নগরীর নগর খানপুরের গোয়ালপাড়ায় অবস্থিত।
সংগঠনটি কর্ণধাররা জানিয়েছেন সপ্তাহে দুইদিন তারা শহরের বিভিন্ন স্থানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন করবেন।

 

ফুড ফর লাইফ প্রোগ্রাম

তারা জানান, আমাদের সমাজে নানা প্রকার সুবিধাবঞ্চিত দুঃখি বাচ্চারা যারা আপনার বা আমার কাছে হঠাৎ ভিক্ষা নিতে হাত বাড়িয়ে উপস্থিত হয়ে যায়। সবসময় উপকারি বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমাদের ছোট্ট শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের সকল সদস্যবৃন্দ। এই অবুঝ শিশুদের যেন মনে না হয় যে তারা সামজের সুবিধাপ্রাপ্ত লোকদের থেকে আলাদা এবং অবহেলিত। তাদের মুখে দু’মুঠো ভালো খাবার সাথে কিছু খেলনা, কিছু বেলুন দিয়ে তাদের মুখে একটু হাসি হাসি এবং তাদের সাথে গান করে এবং নেচে হারিয়ে যাওয়া সেই আনন্দ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

ফুড ফর লাইফ প্রোগ্রাম

শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের সদস্যরা জানান, বিগত সাত বছরের দীর্ঘ প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ আামাদের এই ছোট্ট নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার দুঃখি শিশুদের হাস্যোজ্জ্বল একটি জীবনের উদ্দেশ্যে উন্নত মানের খাবার সম্পূর্ণ বিনামুল্যে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কাজ করছে।

 

ফুড ফর লাইফ প্রোগ্রাম

 

আামদের বড় কোন অনুদান না থাকা স্বত্তেও এই ফুড ফর লাইফ প্রোগ্রাম টিম রাস্তায় নেমে বঞ্চিত শিশুদের জন্য ভিক্ষা করেছে দ্বারে দ্বারে। শহরের দ্বিগুবাবুর বাজার, কালিবাজার, চারারগোপ, ফলপট্টি, বিভিন্ন মিষ্টির দোকান, মুদি দোকান ও সবজি বাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করে রান্না করে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরন করা হয়।

 

ফুড ফর লাইফ প্রোগ্রাম

স্পন্সরেড আর্টিকেলঃ