আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবল জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ

ফুটবল জ্বর

ফুটবল জ্বর

 

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘকাল থেকে সারাবিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলা নাম ‘ফুটবল’। বিশ্বের প্রায় প্রতিটি দেশ ও দেশের মানুষ ফুটবলের সাথে পরিচিত। যার প্রমাণ পাওয়া যায় বিশ্বকাপ ফুটবল এলেই। আর এ বিশ্বকাপ ফুটবল নিয়ে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ জুড়ে চলছে মাতামাতি। নারায়ণগঞ্জ ও এর ব্যতিক্রম নয়। রীতিমত ফুটবল জ্বরে আক্রান্তই বলা চলে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জকে। নারায়ণগঞ্জের বেশির ভাগ বাড়ি ঘরে উড়ছে বিভিন্ন দেশের পতাকা।
সর্মথকরা আকাশে-বাতাসে উড়াতে শুরু করেছে সমর্থকদের প্রিয় দলের পতাকা। কোথাও আর্জেনন্টিনা, কোথাও ব্রাজিল কোথাও উড়ছে জার্মানি, ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পতাকা।
শুধু পতাকা উড়িয়েই শান্ত নয় ফুটবল প্রেমীরা। প্রিয় দলের জার্সি সংগ্রহ করতেও ভুল করছেন না এ ফুটবল প্রেমীরা। ফুটবলের উম্মাদনায় ক্রীড়া প্রেমী ব্যাক্তিরা তাদের পছন্দের দেশের পতাকা বাড়ীর ছাদে, আঙিনায়, দোকানে, রাস্তার পাশে, গাছের ডালে সহ বিভিন্ন জায়গায় লাগিয়েছেন। এমনকি নিজের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের বাড়ির রঙেও পরিবর্তন এনেছে ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ওরফে টুটুল। সে ব্রাজিলের ভক্ত। এতটাই ভক্ত যে নিজের ৬ তলা বাড়ির পুরোটাই রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে । শুধু বাড়ির রঙ নয় বাড়ির নাম ও দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’ । তাঁর এ কান্ডে দেশজুড়ে বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর আগেও টুটুল ২০১০ সালের বিশ্বকাপের সময় প্রথমবারের মত ব্রাজিল বাড়ি সাজিয়েছিলেন।
সে সময় তার বাড়িটি ছিল দোতলা। গতবার বিশ্বকাপে নাকি টুটুলের বাড়ির কাঁচে ঢিঁল ছুড়ে ভেঙে ফেলা হয়, হামলাও হয়। তাই এবার ৬ তলা বাড়িজুড়ে লাগিয়েছেন সিসি ক্যামেরা। এদিকে এক নজর বাড়িটি দেখার জন্য প্রতিদিনই অনেকেই ভিড় জমাচ্ছে। একই সাথে ব্রাজিল ভক্তদের উৎসাহও বাড়ছে বলে জানা গেছে।
তবে দমে নেই আর্জেন্টিনাসহ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী অন্যান্য দলের সমর্থকরাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রয়েছে ফুটবল প্রেমীদের তাদের প্রিয় দল নিয়ে নানা আয়োজন। অনেকেই ফেইসবুকের প্রোফাইল পিকচারে সংযুক্ত করছে প্রিয় দলের পতাকাবাহী ফ্রেম। ফেইসবুক গ্রুপগুলোতে চলছে সমর্থকদের প্রতিযোগীতা
অন্যদিকে সরজমিনে দেখা গেছে, শহরের অলিতে-গলিতে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী দেশ সমূহের পতাকা নিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করছেন হকাররাও। তাদের সংগ্রহে রয়েছে ব্রাজিল ,আর্জেন্টিনা, জার্মানিসহ অন্যান্য দেশ সমূহের পতাকা। তবে অন্যান্য দেশের তুলনায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার সংখ্যা খুব বেশি।
কয়েকজন হকারদের সাথে কথা বলে জানা যায়,চাহিদা বেশি থাকায় সকল দেশের পতাকা নিয়েই সমর্থকদের কাছে পৌঁছে যাচ্ছে তাঁরা। এছাড়াও জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের পতাকাও বিক্রি হচ্ছে।
১৫ টাকা থেকে শুরু করে ৫ শ’ টাকামূল্যের পর্যন্ত বিভিন্ন দেশের পতাকা সাধারণ হকারদের সংগ্রহে থাকে। প্রতিদিন শুধু পতাকা বিক্রি করেই ৫ শ’ থেকে ১ হাজার টাকা আয় করছেন এ হকাররা।
উল্লেখ্য, আগামী ১৪ জুন বৃহস্পতিবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ। আর ১৫ জুলাই ফাইনাল ম্যাচ।