আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশসহ আহত ৪

ফতুল্লায় সড়ক

ফতুল্লায় সড়ক

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার কাশিপুরে শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান পুলিশবাহী একটি সিএনজিকে ধাক্কা দিলে ৩ পুলিশ সদস্য ও সিএনজি চালক আহত হয়েছেন। আহতরা হলেন- ফতুল্লা মডেল থানার পিএসআই মঈনুল ইসলাম, পুলিশ কনস্টেবল ইব্রাহীম, কনস্টেবল শরিফুল ইসলাম ও সিএনজি চালক জাহাঙ্গীর আলম।

এদের মধ্যে পিএসআই মঈনুল ইসলাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৬ আগষ্ট) ভোরে কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ শাহ সিমেন্টের কভার্ডভ্যানটি আটক করেছে। তবে ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) আশাদুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানা থেকে পিএসআই মঈনুল ইসলামসহ আরো দুইজন পুলিশ সদস্য একটি সিএনজিতে চড়ে ডিউটি করছিলেন। রোববার ভোর রাত ৩টার দিকে কাশিপুর এলাকায় টহল শেষে পঞ্চবটির দিকে সিএনজি নিয়ে পুলিশের টিমটি আসছিল।

কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে মুন্সিগঞ্জগামী শাহ সিমেন্টের একটি বেপরোয়া কভার্ডভ্যান সিএনজিকে ধাক্কা দেয়। এসময় পিএসআই মঈনুল ইসলাম, কনস্টেবল ইব্রাহিম, কনস্টেবল শরিফুল ইসলাম ও সিএনজি চালক জাহাঙ্গীর আলম আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম বলেন, শাহ সিমেন্টের কভার্ডভ্যানের চাপায় পুলিশের ৩জন সদস্য ও পুলিশ বহনকারী সিএনজি চালক আহত হয়েছে।

এর মধ্যে পিএসআই মঈনুল ইসলাম বেশি আহত হয়েছে। তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।