আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মাদক ব্যবসায়ীর ১৪ বছর জেল

সংবাদচর্চা রিপোর্ট : ফতুল্লা সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

বুধবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মোরসেদ আলম ওরফে মোরসেদুল হক গেঞ্জু কক্সবাজার জেলার রামু উপজেলা উত্তর মিঠাছড়ি ইউনিয়নের মৃত সিরাজুল হকের ছেলে।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেন, এসময় আইনজীবী ফজলুর রহমান জানান মাদকের মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপনের আলোকে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ মার্চ ফতুল্লা সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এই ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলার উপযুক্ত স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে এই রায় কার্যকর করেন।