ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লার কাশীপুরে মতিন তালুকদার (৪৮) নামের এক যুবলীগ নেতার আস্তানা থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে কাশীপুর হাটখোলা ক্রোণী এ্যাপারেলস সংলগ্ন ব্রীজের ঢাল থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে মতিনসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শাহ আলম (২৮), রিপন (৩৮) ও ফিরোজ (৩২)।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। মতিন তালুকদার ও অন্যদের হেফাজত থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মতিন ও অন্যদের নেতৃত্বে মাদক ব্যবসা চলে আসছে। মতিনের সাথে জড়িত ও তাকে আশ্রয়দাতাদেরকেও খুঁজে বের করা হবে। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আাদলতে পাঠানো হয়েছে।
এসএমআর