আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাণ ফিরে পেয়ে সেঞ্চুরি করলেন রোহিত

বিশ্বকাপে আরও একটি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ভারতীয় এ ওপেনার মঙ্গলবার বাংলাদেশ দলের বিপক্ষে সাকিব আল হাসানের বলে সিঙ্গেল রান নেয়ার মধ্য দিয় ৯০ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।এর আগে তামিম ইকবাল শর্মার ক্যাস মিস করেছে।

তবে চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ শতক হাঁকিয়েছেন রোহিত। তার আগে দুটি করে সেঞ্চুরি করেন সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, অ্যারন ফিঞ্চ, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রান করেন রোহিত। এরপর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলেন ১৪০ রানের ঝকঝকে ইনিংস। গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস ওকসের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ১০৯ বলে ১৫টি চারের সাহায্যে ১০২ রান করেন রোহিত শর্মা। আজ বাংলাদেশের বিপক্ষে করেন ৯০ বলে সেঞ্চুরি।

এর আগে গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৩৭ রানের ইনিংস খেলেন ভারতীয় এ ওপেনার। তবে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ২১২তম ম্যাচে ২৪তম সেঞ্চুরি করেছেন রোহিত।

চলতি বিশ্বকাপে ১৬তম ব্যাটসম্যান হিসেবে ২৪তম সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। তার আগে অবশ্য ভারতের হয়ে এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রান করেছিলেন। তবে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ২১৩তম ম্যাচে ২৬তম সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। এছাড়া টেস্টের ২৭ ম্যাচে তিনটি সেঞ্চুরি রয়েছে ডানহাতি এ ওপেনারের। শুধু তাই নয়! ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ (২৬৪) রানের ইনিংস খেলার রেকর্ডটিও তার দখলে।

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনীতে ইতিমধ্যে ২৯ ওভারে ১৭৬ রানের জুটি গড়েছেন তারা। ১০০ ও ৭১ রানে ব্যাট করছেন রোহিত ও রাহুল।