আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রচারণার শেষ দিন রূপগঞ্জে এমপি গাজীর গণমিছিলে লাখো জনতার ঢল

নবকুমার: আজ মধ্যরাতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কোমর বেধে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রূপগঞ্জের প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। নৌকার ভোট চেয়েছেন।

প্রচারণার শেষ দিন বৃহষ্পতিবার নৌকার জোয়ারে ভেসেছে রূপগঞ্জ। প্রত্যেকটা পাড়া মহল্লায় ছিলো শুধু নৌকার মিছিল। নৌকার মিছিলের দাপটে রাস্তায় তিল ঠাই এর জায়গা ছিলো না।

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী একটি গণমিছিল বের করেন। মিছিলে রূপগঞ্জ উপজেলার সকল শ্রেনী পেশার লাখো জনতা অংশ নেয়। মিছিল টি তারাব পৌর সভার ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে রাস্তায় ফেটে পড়ে। এছাড়া কয়েক শত মটর সাইকেল এবং সিএনজি নিয়ে একটি শোভা যাত্রা বের করা হয়।

এদিকে প্রচারণার শেষ দিনে মাঠে নামে নাই বিএনপি। বিএনপির কর্মী সমর্থকদের মিছিল মিটিং করতে দেখা যায় নাই। তাদের মধ্যে কোন্দল চরমে। বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রায় ৬৫ টি শ্রমিক নির্যাতনের মামলা রয়েছে। রূপগঞ্জে শ্রমিকদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। শ্রমিকরা যাকে ভোট দেবে সেই প্রার্থী বিজয়ী হবে। আওয়ামীলীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ নেই।