আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্যারাডাইস ক্যাবলসের কত ক্ষমতা

সংবাদচর্চা রিপোর্ট
গত ১২ মাস ধরে বেতন পাচ্ছে না শ্রমিকরা। নিজেদের পাওনা টাকার দাবিতে অনেকবার সড়কে নামতে হয়েছে তাদের। মিলেছে আশ্বাস তবে শেষতক বেতন ভাতা পাননি শ্রমিকরা। তাই গতকারও কড়া রোদ উপেক্ষা করে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্যারাডাইজ কেবলস্ এর শ্রমিকেরা। এর ফলে ঢাকা-নারায়নগঞ্জ লিংকরোডের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, এ প্রতিষ্ঠানটি অনেক দিন ধরে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে খেলা করছে। কিছু দিন আগে তারাই শহরে মদের বার দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলো। প্রশ্ন উঠেছে, কত ক্ষমতা তাদের ?
বুধবার সকালে প্যারাডাইজ কেবলস থেকে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়নগঞ্জ লিংকরোড অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর অনুরোধে শ্রমিকেরা লিংকরোড ছেড়ে দিতে বাধ্য হয়।
শ্রমিকেরা জানায়,প্যারাডাইজ কেবলসের মালিক ও শ্রমিকদের মধ্যে একটি চুক্তি হয় ইন্ডস্ট্রিয়াল পুলিস ও কল কারখানা অধি- দপ্তরের অনুরোধে আমরা ঈদের আগে ১২ মাসের বেতন বকেয়া থাকা সত্তেও ২ মাসের বেতন মেনে নেয়।চুক্তি মোতাবেক ৩০ এপ্রিল ও ১৪ মে এই দুইটি তারিখে বেতন দেবার কথা কিন্তু মালিক ৩০ এপ্রিল কোন বেতন দেয়নি।আর আগামীকাল যে দিবে তারও কোন নিশ্চয়তা নেই।মালিকপক্ষ এই দুই মাসের বেতন দিচ্ছে না তারপরও নারায়রগঞ্জ পুলিশ ও কল কারখানা অধিদপ্তর মালিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।তাই নিজেরা বাধ্য হয়ে আজ রাজপথে নেমেছি।
তারা আরো জানায়,এই বকেয়া বেতন আমরা না পেলে বেতনের আদায়ের দাবিতে আমরা আবারো রাজপথ ঘেরাও করে কঠোর আন্দোলনে যাবো প্যারাডাইজ কেবলসের শ্রমিকেরা।তখন কারো অনুরোধই মানবে না এই শ্রমিকরা।মরতে হলেও রাজপথে আন্দোলন করেই মরবে আর এর দায় দায়িত্ব নারায়রগঞ্জ পুলিশ,শ্রম প্রতিমন্ত্রী, ও মালিকপক্ষকেই নিতে হবে।
পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং তাদের অনুরোধে শ্রমিকেরা লিংকরোড ছেড়ে দিতে বাধ্য হয়।