সংবাদচর্চা রিপোর্ট:
করোনাকালের এই দুর্যোগে যাদের ঘরের খাদ্য ফুরিয়ে গেছে কিংবা খাদ্য কেনার মত সামর্থ্য নেই কিন্তু লোকলজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারছেন না, তারা মোবাইল নম্বরসহ বিস্তারিত যোগাযোগের ঠিকানা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে (Bangladesh Police) ইনবক্স করতে পারেন। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক বাংলাদেশ পুলিশের মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এক্ষেত্রে, অবশ্যই আপনার পরিচয় গোপন রাখবে বাংলাদেশ পুলিশ। জনগণের সুরক্ষা ও কল্যাণে বাংলাদেশ পুলিশ।
সতর্কতাঃ
১. বাংলাদেশ পুলিশের নামে খোলা কোনো ভুয়া পেইজে আপনার তথ্য প্রদান করবেন না।
২. হয়রানিমূলক মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার ( ১৫ মে) এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।