আজ বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

পুলিশের নতুন আইজিপি

পুলিশের নতুন আইজিপি জাবেদ পাটোয়ারীপুলিশের নতুন আইজিপিসংবাদচচা ডেস্ক:

বাংলাদেশ পুলিশের  নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্ত বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তিনি সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হন।

আইজিপি বদলের কথা ওঠার পর থেকেই আলোচনায় ছিলেন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পুলিশে যোগ দেন। এসবির পদটি গ্রেড-১ পদ। তিনি ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। এ ছাড়া সমন্বিত মেধাতালিকায় তিনি চতুর্থ ছিলেন।

তার জন্ম চাঁদপুর সদরের মান্দারী গ্রামে। এর আগেও কয়েক দফায় আইজিপি হিসেবে তার নাম আলোচনায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহে জাবেদ পাটোয়ারী বিশেষ ভূমিকা রাখেন।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সুদান, কসোভো, সিয়েরালিয়ন ও ক্রোয়েশিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অতিরিক্ত আইজি সিআইডি, পুলিশ সদর দপ্তর ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন জাবেদ পাটোয়ারী।