আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাট শিল্পের হারানো গৌরব যে কোন মূল্যে ফিরে আনা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম কার্যদিবসে

নবকুমার: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাঙালিদের পাটের টাকায় পাকিস্থানের উন্নয়ন হয়েছে। আর স্বাধীন বাংলাদেশে পাট শিল্প পিছে থাকবে সেটা হতে পারে না। যে কোন মূল্যে পাটের হারানো গৌরব ফিরে আনা হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কার্যদিবস শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বহি:বিশ্বে পাটের বিশাল বাজার রয়েছে। আমাদের সেই বাজার ধরতে হবে। পাটের গুনত মান বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, শিল্পের সাথে দীর্ঘ দিন যাবত জড়িত আছি। পাটকে কিভাবে ব্যান্ডিং করা যায় সেই চেষ্টা অব্যাহত থাকবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বিদায়ী মন্ত্রী যে কাজ গুলো অসমাপ্ত রেখে গেছেন তা বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেটা ভালো হবে সেটাই করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক , বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান।