নগরীতে ৫০ পিস ইয়াবাসহ রাজীব (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ । রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে শহরের পাইকপাড়া জল্লারপাড় থেকে তাকে আটক করা হয়।
আটক রাজীব পাইকপাড়া জল্লারপাড়া ভান্ডারির বাড়ির ভাড়াটিয়া মো. ভুট্টো মিয়ার ছেলে।
র্যাব-১১ এর সিপিসি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, আটক রাজীব ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছিলো বলে জানা যায়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।