সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের ফল প্রকাশ করেছে জেলা রির্টানিং কর্মকর্তা । নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।
জানা গেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ পার্সেন্ট ভোটার তালিকা মনোনয়ন পত্রের সাথে সংযুক্ত না করায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
তবে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তিনি আগামী ৩ দিনের মধ্যে সংশোধনের আবেদন করতে পারবেন। এখানে যদি তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। তার পর তিনি আদালতের আশ্রয় নিতে পারবেন।আদালত যদি অযোগ্য ঘোষণা করে তা হলে আর নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরে। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।